শার্শার দুর্ধর্ষ প্রতারক আনোয়ার মেম্বার আটক
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শায় জমির দলিল, জাতীয় পরিচয়পত্র ও ওয়ারেশকাম সনদ জালিয়াতি করে অন্যের জমি জবরদখল, ব্যাংকের টাকা আত্মসাৎ সহ ৩০ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে আটক করেছে পুলিশ। আনোয়ার হোসেন উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে এবং সাবেক ওয়ার্ড মেম্বার।
সোমবার (১২ মে) গভীর রাতে যশোর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আনোয়ার মেম্বার দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং অনেকের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে এবং একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে এবং তার ভাই মিলে এসকল প্রতারনা করে। তারা দুই ভাই জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে ব্যাংক থেকে ২১ কোটি এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। দীর্ঘদিন চেষ্টা চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি এবং তার ভাইকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ায় আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।