আশাশুনিতে ট্রলির সাথে বাইকের সং’ঘ’র্ষে নি’হ’ত- ১
স্টাফ রিপোর্টার: আশাশুনিতে ট্রলির সাথে বাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী হাসান হৃদয় (১৮)। তিনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে একটি মোবাইল এক্সেসরিজ এর দোকানে কাজ করে। সে বিভিন্ন বাজারে মোবাইলের দোকানে এক্সেসরিজের মাল বিক্রি করতো। সকালে মোটরসাইকেলযোগে সাতক্ষীরায় যাওয়ার পথে ট্রলির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।