সাতক্ষীরা জেলা কর্মজীবী দলের কমিটি অনুমোদন: আহ্বায়ক সোহরাব, সদস্যসচিব বাবু
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে।
গত ৭ মে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান নয়নসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটিতে এড. মো: সোহরাব হোসেনকে আহ্বায়ক ও এড. আবুল হাসান বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আনম আব্দুল ওহাব বিশ্বাস, এড. রেজাউল করিম রকি, মোঃ জয়নাল আবেদীন সুমন, মোঃ হারুনুর রশিদ বাচ্চু, মোঃ রেজানুর রহমান মুন্না, এড. সাইফুল ইসলাম, এড. এস এম আজিজুল হক, এড. জি এম আসাদুজ্জামান, রাজু আহমেদ মোল্লা, আসাদুর রহমান বাবু, সদস্য মো: আলাউল হক, এড. মোঃ রওণাকুল ইসলাম, এড. জি এম জাকির হায়দার, মোঃ ফারুক হোসেন, শেখ শাহিনুর রহমান, মো: বাহারুল ইসলাম, এড. মো: ফারুক হোসেন, এড. মো: আজিজুল বাশার, মোঃ আল আমিন, শেখ তাজমুল ইসলাম, শেখ আতোয়াল হোসেন, নাজমুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মো: আবু সিদ্দিক, মোঃ শরীফ হোসেন, মো: হাসান, মো: আকাশ হোসেন, মো: আমিরুল ইসল ইসলাম, মো: সিরাজুল ইসলাম।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার জানান, সাতক্ষীরা জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দলের আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে। এই কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সাতক্ষীরা জেলা শাখার এমন একটি শক্তিশালী কমিটি গঠন করবে যাতে এ কমিটিতে আওয়ামীলীগের কোন লোক যাতে স্থান না পায় সে বিষয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের কোন প্রকার বদনাম হয় এমন কোন কাজ এই কমিটি করবেনা।