অনলাইনকলারোয়াজীবনযাপনসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় কোন ঘুষ অনিয়ম চলবে না- ডিসি মোস্তাক আহমেদ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা বদলাতে হবে। সাতক্ষীরা জেলায় কোন ঘুষ, কোন অনিয়ম চলবে না। জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আদর্শ গ্রাম গড়তে হলে আগে গ্রামের মানুষদের আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য সকলকে হিংসা, লোভ-লালসা বর্জন করতে হবে। মানুষের উপকার করতে না পারলেও কোনভাবেই অপকার করা যাবে না। কোন অপকর্ম করা যাবে না। আদর্শ গ্রাম প্রতিষ্ঠায় সকলকে এক হয়ে কাজ করতে হবে।

রবিবার (১১ মে) বিকেলে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী আসাদুজ্জামান আসাদ ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, সহকারী কমিশনার আহসান হাবিব, ইসতিয়াক আহমেদ তপু, তাজুল ইসলাম, শাহেদ হোসেন ও নাফিউল ইসলাম এবং কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জামায়াত সভাপতি সাইফুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *