তালায় মাদ্রাসার জমিদখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরা তালার মাদ্রাসার জমি দখল ও শিক্ষকদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ মে) দুপুরে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজরাকাটি মোহাম্মাদিয়া ( স:) দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ জুলফিকার আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আব্দুর রব সরদার, মাহবুব সরদার, জাহাঙ্গীর সরদার এর সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক হাজরাকাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব সম্পত্তি দখল সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেছে। আব্দুর রব সরদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, দলের প্রভাব ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সর্বদা আতঙ্কিত থাকে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে বিভিন্ন হয়রানি মূলক মামলা দায়ের করেছে। আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই। আব্দুর রবের নামে রয়েছে অস্ত্র মামলা, ডাকাতি মামলা। সে পূর্ব বাংলা ও বিপ্লবী কমিউনি পার্টির আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত। এলাকায় অস্ত্রধারী নেতা হিসেবে প্রভাব বিস্তার করে চলছে। তার নামে মৎসঘের দখল সহ লুটপাটের অভিযোগ রয়েছে। তার ভয়ে মুখ খুলতে ভয় পাই, এলাকার লোক এখন নিরুপায়। আমরা এই রব সহ তার সন্ত্রাসী বাহিনীর থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজরাকাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার ফাইন ফয়সাল, শিক্ষক ইয়াকুব আলী, আকবর আলী, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক অভিভাবক সদস্য মতিয়ার রহমান মোড়ল প্রমুখ।