কালিগঞ্জের মোমরেজপুর এলাকায় সরকারি খাল দখলের অভিযোগ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। দখলবাজ ইকবাল হোসেন মোমরেজপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। তিনি (৮মে) বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাস টার্মিনাল হতে সাদপুর বিলগুল্লি খালগামী খালের উপর আড়াআড়ি ভেড়ি দিয়ে পানি চলাচলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করেন।
স্থানীয়রা বাঁধা দিলে ইকবাল হোসেন ও তার বাহিনী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকী দেয়। এসময় গত্যন্তর না পেয়ে এলাকাবাসীর পক্ষে পূর্বনারায়ণপুর গ্রামের আলহাজ্ব হাবিবুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেন।
কালিগঞ্জ বাসটার্মিনাল, কাঁকশিয়ালী, পূর্ব নারায়ণপুর ও মোমরেজপুর গ্রামের একমাত্র পানি নিষ্কাশনের পথ যা সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সেই খালের মধ্যে বাঁশ খুটি গেড়ে কুঞ্চির ঝাপ ও মাটি দিয়ে বন্ধ করছে ইকবাল হোসেন ও তার বাহিনী। তাদের গায়ের জোরে পানি নিস্কাষনের খাল বন্ধ হলে ৪/৫ টি গ্রামের কয়েক হাজার মানুষের বাড়ীঘর জলাবদ্ধতায় ডুবে যাবে। কয়েক হাজার মানুষ পানিবন্ধি হবে। কয়েকশত বিঘা জমির ফসল নষ্ট হবে। পানিবাহিত রোগের আর্বিভাব হবে। স্কুলগামী শিশুরা ঝুকির মধ্যে চলে যাবে। এলাকায় বিশৃঙ্খলা তৈরী হবে।
বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ বিধায় উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল তাৎক্ষণিক ভাড়াশিমলা ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা জালাল উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এসময় ইউনিয়ন ভুমি কর্মকর্তা জালালা উদ্দীন সরেজমিন উপস্থিত হয়ে মোমরেজপুর গ্রামের খাল দখলকারী ইকবাল হোসন ও তার বাহিনীকে খাল দখল থেকে বিরত রাখেন এবং বলেন অন্যথা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় ইকবাল হোসেন বলেন যে, আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি ভেড়ী দেওয়া বন্ধ রাখছি। সরকারী জায়গায় খাল দখল করবোনা মর্মে অঙ্গিকার করেন।
বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের কালিগঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তা গৌরপদ সরকারকে অবহিত করলে তিনি বলেন সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করার বিষয়টি অন্যায়। আমি আমার উর্দ্ধোতন কর্মকর্তার সাথে কথা বলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কালিগঞ্জ উপজেলা প্রশাসন বলছে, শুধু ইকবাল হোসেন গং নয় সকল অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে অচিরেই প্রভাবশালী ও দখলদারদের হাত থেকে রক্ষা পাবে সরকারি খাল।