অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে একজন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে ৩ জন ইভটিজারকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার (৪ মে) বেলা ২ টার দিকে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় তাদেরকে আটক করে এই সাজা প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, কালিগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাঠুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন (১৭)। এদের মধ্যে মুস্তাফিজকে ২মাস এবং জোবায়ের ও রাকিবকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার দর্গাপুর এলাকার একজন এসএসসি পরীক্ষার্থী রোববার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পতিমধ্যে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় পৌছালে উল্লেখিত তিন কিশোর মেয়েটির পথ আকটিয়ে অশ্লীল বাক্য বলার পাশপাশি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করতে থাকে। একপর্যায় তারা মেয়েটির হাতে থাকা ফাইল কেড়ে নেয়। এসময় বিসয়টি জানতে পেরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী গোপালপুর পিকনিক কর্নারের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় তিনজন ছেলে তাদেরকে উত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। উত্যক্ত কারী তিনজন তারা নিজেরা অপরাধ করেছে বলে স্বীকার করে। এসময় উত্যক্তের শিকার মেয়ে ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তির ভিত্তিতে ৫০৯ ধারায় মুস্তাফিজকে ২মাস, জোবায়ের ও রাকিবকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত কওে বলেন, দন্ডপ্রাপ্তদেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *