শার্শায় কোটি টাকার স্বর্ণ সহ পাচারকারী আটক
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বার সহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
রবিবার (৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান এক প্রেস ব্রিফিং-এ জানান, চেকপোস্ট ডিউটিকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কসটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার সিজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। এই স্বর্ণ পাচারের সাথে জড়িতদের সন্ধান করা হচ্ছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।