শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ে আইন ও অধিকার বিষয়ক প্রচারণা
স্টাফ রিপোর্টার: শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে আইন ও অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
রবিবার (৪ মে), দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদরের সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের ঝূঁকিপূর্ণ ৫০ শিক্ষার্থীর সাথে সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সদস্য সাকিবুর রহমান বাবলা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর কবির এর উপস্থিতিতে ঝূঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসিক শক্তি বৃদ্ধিতে আইন ও অধিকার বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করা হয়। শিক্ষার্থীদের ঝুঁকি মুক্ত করতে; বাল্যবিবাহ, যৌনহয়রানি, মোবাইল আসক্ত, অনলাইন গেম, সাইবার অপরাধ, ধূমপান, মাদকাসক্ত ও অনৈতিক সম্পর্ক মুক্ত জীবন যা ভবিষ্যৎ জীবনে দুর্নীতি মুক্ত মন-মানসিক অবস্থা গড়ে তোলা। ধর্মীয় অনুশাসন ও আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রেখে উৎপাদনমুখী গবেষণা ও বিজ্ঞান মনস্ক সহজ জীবন যাপনের লক্ষ্য নির্ধারণ করা।
এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে বক্তব্য রাখেন জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম সভাপতি শেখ মাহবুবুল হক।
আইন ও অধিকার বিষয়ক মনো-সামাজিক বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড সরবরাহ করা হয় এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হয়।