অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃ/ত্যু

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে রেবেকা খাতুন ডালিম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩মে) রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতার ঘোড়াপোতা শিবপুর নামক স্থানে এঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রেবেকা খাতুন ডালিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মরহুম আনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেবেকা খাতুন ডালিম এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঝি’র কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাত পৌনে আটটার দিকে কাজ শেষে নলতা থেকে অন্যের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘোড়াপোতা শিবপুর নামক স্থানে পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা রেবেকা খাতুনকে উদ্ধার করে নলতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *