আশাশুনির অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়ের মৃ/ত্যু
বিশেষ প্রতিনিধি, আশাশুনি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় (৭৪) মৃতবরণ করেছেন। আশাশুনি সদরের দক্ষিণ পাড়ায় স্থায়ীভাবে বসবাসকারী মৃত. নীলরতন রায়ের জৈষ্ঠ পুত্র কালিপদ রায় দীর্ঘদিন মেরুদন্ডের অসুখসহ জটিল রোগে ভূগছিলেন।
সর্বশেষ ঢাকা বিআরবি হাসপাতালে নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সুমন রানার তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মেরুদন্ডের হাড় বৃদ্ধির জন্য অপারেশান রুমে প্রবেশ করান হয়। সফল অপারেশান শেষে রক্তের চাপ ও প্রেসার অতিরিক্ত উঠা নামা করার এক পর্যায়ে শনিবার শেষ রাত্র সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রোববার বিকাল সাড়ে ৩ টায় তার মরদেহ আশাশুনি নিজ বাড়ীতে পৌছানোর পর গোধুলি বেলা ৬ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী দক্ষিন পাড়া মহাশ্মশ্বানে অন্তেষ্টিক্রিয়া শুরু করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
প্রসঙ্গত. সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক কালিপদ রায় ৩৩ বছর মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে সহকারি শিক্ষক ছিলেন। গত ২০১২ সালে স্কুলের শিক্ষকতা থেকে অবসর গ্রহন করেন।
তিনি দীর্ঘদিন আশাশুনি উপজেলা পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কালিপদ রায়ের মৃত্যর খবরে তাকে একপলক দেখার জন্য তার বাড়ীতে হাজির হন সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান মৃত্যের ভাইরা ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, আশাশুনি সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ছাত্র/ছাত্রী ও এলাকাবাসি।