তালায় গণমাধ্যম সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় যথাযথ মর্যাদায় গণমাধ্যম সপ্তাহ পালন করা হয়েছে। গণমাধ্যম সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শনিবার ( ৩ মে ) বেলা ১১ টায় তালা প্রেসক্লাবের আয়োজনে প্রথমে র্যালী ও পরে প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সালের সভাপতিত্বে ও যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সিনিয়র সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সেলিম হায়দার, সদস্য তরিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সদস্য কে এম শাহিনুর রহমান, মোঃ আজিজুর রহমান, ইমরান হোসেন, তাপস সরকার, শিরিনা সুলতানা, শাহিন আলম, সুমন রায় গনেষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ গঠনে মিডিয়া চতুর্থ স্তম্ভ। দেশের পেষাদার সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সেই সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে লাঞ্চিত হতে হচ্ছে। জেল জুলুমের স্বীকার হতে হচ্ছে। এর থেকে পরিত্রান পেতে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সাংবাদিকরা নিরাপত্তা চাই। স্বাধীন ভাবে কাজ করে সমাজের নির্যাতিত ও নিঃপেশিত মানুষের পাশে দাড়াতে চাই।