অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলাসাহিত্য

কালিগঞ্জে বাঁধনহারা’র ২ যুগপূর্তি সম্মেলনে কবি -সাহিত্যিকের মিলনমেলা

গাজী হাবিব: কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের ২ যুগপূর্তি সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিনত হয়েছে। মুখরিত হয়েছে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী মাঠ। সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এ সম্মেলনে যোগ দিয়েছিল দুই শতাধিক কবি সাহিত্যিক। এসময় বিভিন্ন বিষয়ে বিশেষ বিশেষ অবদানের জন্য ১১ জন গুনী ব্যক্তিকে দেয়া হয় ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার।

বৃহস্পতিবার (১ মে ) সকাল ১০ টা থেকে দিনব্যাপী কবিতা আবৃত্তি, সংগীত ও আলোচনায় কালিগঞ্জ উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে পড়ন্ত বিকেলে দেয়া হয় উক্ত পুরস্কার। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।

এর আগে বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পুর্তিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিকদের নিয়ে সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী।

কবি ও ব্যাংকার শওকত ওসমানের সভাপতিত্বে কবি ও সাহিত্যিক স ম. তুহিনের সঞ্চালনায় সম্মেলন পর্বে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা এর সাধারণ সম্পাদক ড. মনোয়ায়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, কবি ও সাহিত্যিক হেলাল আনোয়ার, কবি ও সম্পাদক সীমান্ত আকরাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন চৌধুরী, বাঁধনহারার সভাপতি কবি ইব্রাহিম বাহারী, কবি ও ছড়াকার শিক্ষক শাহাজান কবীর শান্ত, বাচিক মনিরুজ্জামান ছট্টু,
জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, কবি কাজী গুলশান আরা, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দীকুর রহমান,
কবি শিরিন সাদী, কবি সালেহা আকতার, কবি আব্দুস সাত্তার আজাদী, কবি ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, হাফিজুর রহমান শিমুলসহ বাঁধনহারা সাহিত্য পরিষদের সকল সদস্যবৃন্দ।

দ্বিতীয় পর্বে এআইবি ঢাকার এসএভিপি মো. রবিউল বাশারের সভাপতিত্বে ও বাঁধনহারার সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ ও শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ বিশেষ অবদানে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায়- কবি মোশাররফ হোসেন খান-ঢাকা, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রোহিঙ্গা বিষয়ক গবেষণায়- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, অনুবাদ সাহিত্যে-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ড. কামরুল হাসান, গীতি কবিতায়-অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্যে- সাহিত্যিক গাজী নজরুল ইসলাম এমপি, প্রবন্ধে – সাহিত্যিক কোহিনূর বিনতে আবু বকর, সমাজ সেবায়- ডা. আবুল কালাম বাবলা, লোক সাহিত্যে- অধ্যাপক এসএম হারুন-উর-রশিদ, সম্পাদনায়- সালমান রিয়াজ-ঢাকা, সাংবাদিকতায়- আবু সাঈদ বিশ্বাস।

অনুষ্ঠানের এ পর্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন নওপাড়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, নর্দান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, কালিগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।

সব মিলিয়ে জেলা শহর থেকে দূূরে রৌদ্রতাপে পোড়া সোনালী ধানের মৌ মৌ গন্ধে ভরা গ্রামীন পরিবেশে কবি সাহিত্যিকদের এমন মিলনমেলা সচরাচর দেখা না গেলেও কবি ও শিক্ষক ইব্রাহিম বাহারী, ছড়াকার শাহাজান কবির শান্ত’র নির্মোহ আমন্ত্রণে সাড়া দিয়ে রাজনৈতিক মতাদর্শ ব্যতিরেকে একত্রিত হয়েছিল জেলার সকল কবি সাহিত্যিক। দল মতের উর্দ্ধে থেকে সবাই মিশেছিল কবিতা-সাহিত্যের বন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *