সাতক্ষীরায় ৭৫০ পিস কাটাগ্রা ট্যাবলেট ও ৯ বোতল মদসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৭৫০ পিস কাটাগ্রা ট্যাবলেট ও ৯ বোতল মদসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ৯ বোতল ভারতীয় মদ আটক করে। ভোমরা বিওপি ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। তলুইগাছা বিওপি ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপি ২৯,২৮০ টাকা মূল্যের ভারতীয় চকলেট আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ১,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় মোটরসাইকেল আটক করে। মাদরা বিওপি ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে এবং হিজলদী বিওপি ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তারা সর্বমোট ৫,৮০,২৮০/- (পাঁচ লক্ষ বিরাশি হাজার দুইশত আশি) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি অধিনায়ক জানান, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।