কলারোয়ায় কয়লা কারখানায় ৩ লাখ টাকা জরিমানা
এসএম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরী কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার( ৩০ এপ্রিল) বিকালে উপজেলার খেলা তোলা ইউনিয়নের এই কয়লা কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে নাম পরিচয়বিহীন একটি কয়লা তৈরির কারখানায় পরিবেশের ক্ষতিকারক কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে হাতেনাতে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। একই সাথে কারখানার ম্যানেজার সজিব আহমেদকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।