অপরাধআইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি স্বর্ণের বারসহ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সীমান্ত এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের ১ টি স্বর্ণের বার, ভারতীয় শাড়ী, ঔষধ ও পেন্সিল ব্যাটারি আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম। বর্তমান বাজার মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা।

এছাড়া, সদর উপজেলার লক্ষীদাড়ি থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়া উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ৩৮ হাজার ৭শত টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, বোয়লিয়া কলেজ মোড় থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বর্মিতলা থেকে ৭০ হাজার টাকার ঔষধ ও কাদপুর আমবাগান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এসব মালামালের মূল্য ৬ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এবং বাংলাদেশ হতে ভারতে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও জব্দকৃত অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *