অনলাইনতালাসাতক্ষীরা জেলা

ইউএনওর মতবিনিময় সভা বয়কট: তালা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরি সভা

বিশেষ প্রতিনিধি, তালা: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা বয়কট করেছে তালার সাংবাদিকরা। গত ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে তালার মুল ধারার সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভা বয়কট করেছেন। এসময় দায়সারা মতবিনিময় সভায় রাজনৈতিক নেতা ও স্বল্প সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অপরদিকে তালা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্য নিজেদের ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা করা হয়। একই সাথে দৈনিক কালের কণ্ঠ তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে হয়রানিমুলক জেল জরিমানার প্রতিবাদে ইউএনও সহ সরকারি সকল দপ্তরের ইতিবাচক নিউজ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, নির্বাহী কমিটির সদস্য সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, খলিলুর রহমান, শেখ ইমরান হোসেন, মোহাহিরুল হক শাহিন, অর্জুন বিশ্বাস, আজমল হোসেন জুয়েল, কামাল হোসেন, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান, আরিফ বিল্লাহ প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন ও যুগ্ম সাধারণ মোঃ শাহিন আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *