সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এইড দিবস উদযাপন
গাজী হাবিব: ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নানান কর্মসুচির মধ্য দিয়ে লিগ্যাল এইড দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সাতক্ষীরার উদ্যোগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন করেন, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহা. মোস্তাক আহমেদ এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. নজরুল ইসলাম।
সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা জজ কোর্ট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ মানুষকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এসময় জেলা প্রশাসক মোহা. মোস্তাক আহমেদ বলেন, ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’—এই প্রতিপাদ্য সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’ প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। অর্থের অভাবে কোনো মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। এ জন্য সরকারিভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মতো সেবা চালু রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আইনের সেবা প্রদানে এগিয়ে যাচ্ছে। লিগ্যাল এইড আইন দেশের সকল নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপূর্ণতা এনে দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক এড. শেখ এমদাদ হোসেন, পি.পি. এড. শেখ আব্দুস সাওার, জি.পি. এড, অসীম কুমার মন্ডল, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফরহাদ জামিলসহ লিগ্যাল এইডের সুফলভোগী নারী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা জজ) নাসির উদ্দিন ফারাজী।
বক্তারা বলেন, অস্বচ্ছল ও আইনী সুবিধা পেতে অসামর্থ নাগরিকদের সরকারি খরচে আইনী সহায়তা দেওয়ার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর দোর গোড়ায় আরো ব্যাপকভাবে পৌঁছে লিগ্যাল এইড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে ও আইনের সমান সুযোগ দিতে লিগ্যাল এইড সর্বদা প্রস্তুত।
বক্তারা আরো বলেন, নিয়মিত আদালতে মামলা দায়ের করে মামলার দীর্ঘ সুত্রিতার বিড়ম্বনা পোহানোর চেয়ে এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক শ্রেয়। মামলার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয়না, এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হয়। রোগের চিকিৎসার আগে যেমন প্রতিরোধ করা উত্তম। তেমনি নিয়মিত আদালতে মামলা না করে এডিআর (অলটারনেটিভ ডিসপুট রেজুলেশন) এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক উত্তম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী জজ মো. রুবাইয়াত হোসেন শাওন।
আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সাতক্ষীরা ও সাতক্ষীরা ল কলেজের উদ্যেগে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিশেষ বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
র্যালী ও আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরীসহ জেলার সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিচার বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ,আইনজীবীবৃন্দ,বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ লিগ্যাল এইডের সুফলভোগী নাগরিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।