অনলাইনকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় এক সপ্তাহে মাদকসহ ১ কোটি ৬৫ লক্ষ টাকার ভারতীয় পন্য আ/ট/ক

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে গত এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মরণঘাতী মাদক ইয়াবা, কাটাগ্রা ট্যাবলেট, ফেন্সিডিল, ইনজেকশন ড্রাগ, সিল্ডেনাফিল ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদসহ প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

গত সোমবার ২০ এপ্রিল থেকে শনিবার ২৬ এপ্রিল’২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধীনস্থ সদর ও কলারোয়া সীমান্তের পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ অভিযানে এসকল ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।

শবিবার (২৬ এপ্রিল) রাতে এ তথ্যটি নিশ্চিত করেন সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গত এক সপ্তাহে প্রাণঘাতী মাদকদ্রব্য ২০ হাজার পিস ইয়াবা, ১ হাজার ৭৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০ পিস ভারতীয় ইনজেকশন ড্রাগ এবং ১০০ পিস সিল্ডেনাফিল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ আটক করেছে বিজিবি।

এছাড়াও, চোরাচালানী অভিযানে সীমান্তের পৃথক পৃথক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ২৩ লক্ষ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ, ৬ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন খাদ্যদ্রব্য, ২ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৯ লক্ষ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা, ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্স সামগ্রী এবং ৬ লক্ষ ৬৮ হাজার ৮’শ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন গহনাসহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি।

তিনি আরো বলেন, সর্বমোট প্রায় এক কোটি পয়ষট্টি লক্ষ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

এছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানী প্রতিরোধে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র দায়িত্বাধীন এলাকায় সীমান্ত অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বিজিবি।
গত সোমবার ২০ এপ্রিল থেকে শনিবার ২৬ এপ্রিল’২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধীনস্থ পদ্মশাখরা. ভোমরা, বাকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোম্পানী এবং বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক এই সভাগুলো অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান করা হয়। এছাড়াও মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।

মতবিনিময় সভাগুলোতে স্থানীয় মসজিদের ঈমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারনসহ সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। সাতক্ষীরার সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়।

কোন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন ও যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *