শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের চুনারব্রিজ মাদরাসা হিফজ ছবক উদ্বোধন ও দোয়া

বিশেষ প্রতিনিধি : শ্যামনগরে চুনারব্রীজ মদীনাতুল উলুম মাদানীনগর মাদ্রাসার হিফজ ছবক উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত হিফজ ছবক উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে অত্র এলাকার বহু মসজিদের ইমাম খতিব সহ কয়েক শতাধীক পুরুষ ও মহিলা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুহাদ্দিস আরীফুল ইসলাম,মুহাদ্দিস আব্দুল হামিদ বংশীপুর মাদ্রাসা, মুফতি আব্দুর রহমান খাদিজাতুল কুবরা মাদ্রাসা , মাওলানা আব্দুর রউফ বিড়লক্ষী মাদ্রাসা, মাওলানা শরিফুল ইসলাম মুহতামিম মাদানী নগর মাদ্রাসা, হাফেজ মোখলেসুর রহমান আল খিদমা ফাউন্ডেশন, হাফেজ মাওলানা আমিনুর রহমান সাতক্ষীরা, মুফতি তাহের রব্বানী, জনাব আলহাজ শেখ রেজা আহম্মেদ, আলহাজ্ব জনাব লাভলু সাহেব আশা শুনি, হাফেজ মাওলানা আবু বক্কর ভাইস প্রিন্সিপ্যাল মাধ্যমে নগর মাদ্রাসা,জনাব আনিসুর রহমান মুক্ত ছাপাখানা, জনাব ইব্রাহিম খলিল তুলিকা প্রিন্টাস, মাস্টার রফিকুল ইসলাম সাহেব, মুফতি জহিরুল ইসলাম মাদারিনগর মাদ্রাসা

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শহিদুল ইসলামের সুযোগ্য পুত্র মাওলানা মোঃ শরিফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *