সাতক্ষীরায় ভোক্তা অধিদপ্তরের বাদামতলা বাজার তদারকি
স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৭ এপ্রিল) রবিবার সদরের বাদামতলা বানিজ্যিক প্রতিষ্ঠান তদারকি ও জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতা করে জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম।
তদারকিকালে বাদামতলা বাজারের আরিফ স্টোরে কিছু পণ্যে মোড়ক ও আমদানি তথ্য নাথাকায় ৩৭ ধারায় ৮ হাজার, শামীম স্টোরে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারা ৪ হাজার ও মুকুল স্টোরে একই কারণে ২ হাজার টাকা মিলে মোট ১৪ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।
জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।