শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।
শনিবার বেলা ১১ টায় শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার আয়োজনে এ উপলক্ষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ – মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, জেলা বিএনপি নেতা ড. মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান কবীর,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সাধারণ সম্পাদক এস এম, মোস্তফা কামাল, মাদ্রাসা সহ-সভাপতি আলহাজ্ব আফজালুল হক, মসজিদের সহ সভাপতি আলহাজ্ব সিদ্দিকুল ইসলাম বকুল ও মোহতামিম মুফতী আলহাজ্ব আব্দুল খালেক প্রমূখ।