সদরসাতক্ষীরা জেলা

পালিয়ে যাওয়া স্ত্রী নয়, কন্যা সন্তান ফিরে পেতে চায় শ্যামনগরের আসাদুল

নাজমুল আলম মুন্না: শ্যামনগরে ৫ বছরের কন্যা সন্তানকে নিয়ে বনজিবির স্ত্রী মনিরা আক্তার ময়না (২৫) পার্শ্ববর্তী ধর্ম ভাগিনা দাতিনাখালি গ্রামের আবিয়ার গাজীর ছেলে আফজাল গাজী (২০) সাথে পলায়ন করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নে। অপর দিকে কন্যা সন্তান আছিয়াকে ফেরত পেতে পিতা আকুতি জানিয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দাতিনাখালি গ্রামের দিদার ফকিরের ছেলে আসাদুল ফকির।

তিনি অভিযোগ করে বলেন আমি একজন বনজিবি সুন্দরবনে মধু আহরণ এবং কাকড়া ধরে জিবিকা নির্বাহ করি। গত ১৮ এপ্রিল আমিসহ আমরা কয়েকজন বনজিবি মিলে বনে মধু আহরণ করতে যাই। এই সুযোগে দাতিনাখালি গ্রামের বিল্লালের ছেলের আলামিনের সহযোগিতায় আমার স্ত্রী ময়না ২২ তারিখ মঙ্গলবার দাতিনাখালি গ্রামের আবিয়ার গাজীর ছেলে আফজাল গাজীর সাথে পালিয়ে যায়। খবর শুনে আমি বন থেকে ফিরে আসি ২৪ তারিখে। এসে আমি আমার স্ত্রী ও মেয়েকে শশুরবাড়ীসহ বহু জায়গায় খোঁজাখুঁজি করার পরও তাকে কোথাও পায়নি।

এর আগে ২৩ তারিখ আমার আব্বা দিদার ফকির থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আসাদুল বলেন স্ত্রী ময়না পালানোর সময় আমার ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, দশ ভরি রুপার গয়না, ২টি কানের দুল নিয়ে যায়। ভুক্তভোগী আসাদুল আরও বলেন আমি এখন আমার স্ত্রীকে চাইনা, আমি আমার মেয়ে আয়শাকে ফেরত চাই।

এ জন্য তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *