সদর

দলিত পরিষদ জেলা কমিটির সাথে অর্ধবার্ষিকী সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিত পরিষদ (বিজিপি) সাতক্ষীরা জেলা শাখার অর্ধবার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের চালতেতলাস্থ বাংলাদেশ দলিত পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস, পরিত্রাণের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম জয়, পরিত্রানের অজয় দাস।

এসময় আলোচনায় অংশ নেন- জেলার শাখার সাধারণ সম্পাদক যোশেফ সরকার, কালিগঞ্জ উপজেলা সভাপতি তাপস সবল, সাধারণ সম্পাদকঃ অমিত মন্ডল, শ্যামনগরের সভাপতি কাশিনাথ দাস, সাধারণ সম্পাদক কানাই লাল দাশ, আশাশুনির সভাপতি স্বপন দাস, সম্পাদক: নিমাই দাস, তালা সভাপতি বিধন দাস, সম্পাদক পলাশ দাশ, দেবহাটা সভাপতি গোপাল চন্দ্র দাস, সম্পাদক কার্তিক দাস, কলারোয়া সভাপতি কৃষ্ণপদ দাস, সম্পাদক আসলতা দাস, সুস্মিতা দাস ও পূজা দাস প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কুচক্রীমহল উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে দলিত পরিষদ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অনতি বিলম্বে এধরনের সুযোগ সন্ধানীদের প্রশ্রয় না দেওয়ার আহবান জানান। তা নাহলে তাদের বিরুদ্ধে আইনুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা পর্যায়ে স্টিয়ারিং কমিটির গঠনের পর গরুত্বারোপ করেন। সেই পেক্ষিতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা থেকে ৭ জনকে নিয়ে স্টিয়ারিক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *