কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নি/হ/ত, আহত বাবা- মেয়ে
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় পরিবহন চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা ও মেয়ে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এঘটনা ঘটে।
নিহত রীতা সাধু (৩০) খুলনা জেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৫)।
পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যা্চ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সাতক্ষীরা লাইন’ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত বাবা ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।