কালিগঞ্জরাজনীতিশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

শিক্ষার মান উন্নয়নে দরকার দুর্নীতি ও প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান- পলাশ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জের কৃতি সন্তান এইচ. এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে দরকার দুর্নীতি ও প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। আমি চাই ছাত্র সমাজ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানবিক শিক্ষায় মনোযোগী হয়ে বেড়ে উঠুক। আগামী দিনে তাদের দিয়ে যেনো দেশ ও দশের কল্যাণ হয়।

মঙ্গলবার ২২ এপ্রিল) সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর হাই স্কুলের অভিভাবক সমাবেশে এ কথা বলেন তিনি।

অভিভাবক সমাবেশে স্কুলের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ এসএম মাহবুবর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এইচ. এম রহমাতুল্লাহ পলাশ আরো বলেন, বিগত সরকার দেশকে পিছিয়ে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে নিয়ে গেছে। যা দেশের জন্য অনেক ক্ষতিকর। সেখান বেরিয়ে আসতে হলে এখনও অনেক সময় লাগবে।

তিনি বলেন, দুর্নীতির উর্ধে থেকে কৃষান মজদুর ইউনাইটেড একাডেমীকে পরিবেশ বান্ধব, শিক্ষাবান্ধব ও অবকাঠামোগত উন্নয়ন করতে আহবান জানিয়ে আরও বলেন আমি নিজেও চেষ্টা করবো এ প্রতিষ্ঠানটির কল্যাণে অবদান রাখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল্লাহ বাহার, কৃষক দলের উপজেলা আহবায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্টু, সাবেক সদস্য সচিব মাহমুদ মোস্তফা, শিক্ষক আমিনুর রহমান, অভিভাবক দীপালী রানী ঘোষ ও শাহিনুর রহমান এবং ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সূধী, বিএনপি ও জামায়াতের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক আফজাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *