কলারোয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত
এসএম ফারুক হোসেন, কলারোয়া: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ পক্ষের ১১ম দিনে সাতক্ষীরার কলারোয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) আছর নামাজ শেষে কলারোয়া আল- আমীন ট্রাস্ট অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ কামারুজ্জামান বলেন, “যুবকরা হলো একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করে সুন্দর সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে”।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য মোঃ এরশাদ আলী, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।