আইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ও জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রস্তুতি সভা ও জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহিনুর চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের ডা. ফরহাদ জামিল, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল(১), পিপি অ্যাড. আব্দুস সাত্তার, বারের সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ ইমদাদুল ইসলাম, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্যা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, দুদকের পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, উত্তরণ লিগ্যাল এ্যাডভাইজার ও প্যানেল আইনজীবী মুহা. মুনিরুউদ্দিন, সুশীলন এর উপ-পরিচালক জি.এম. মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

এসময়ের উপস্থিত ছিলেন জেলা জাজশীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, কমিটির সদস্য ও পর্যবেক্ষণ সদস্যগণ।

সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ জাঁকজমকপূর্ণ পালন ও যথাযথ তাৎপর্যপূর্ণ তুলে ধরতে ঐ দিন সকাল ৮টা বর্ণাঢ্য উদ্বোধন, এরপর জজ কোর্ট চত্বর থেকে খুলনা রোড মোড় ঘুরে শোভাযাত্রা, আলোচনা সভা, প্যানেল আইনজীবী সম্মাননা, স্বাস্থ্য সেবা, লিগ্যাল এইড মেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সভা দুটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *