অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিককয়রাখুলনাজাতীয়পাইকগাছাশ্যামনগরসাতক্ষীরা জেলা

ভারতে পাচারকালে শ্যামনগরে নারী-শিশুসহ ১২ জন আটক

গাজী হাবিব, সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি’র রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানী।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুবক্কার সিদ্দিকীর নেতৃত্বে বকচর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অপারেশন পরিচালনা করে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ০৬ জন বাংলাদেশী নাগরিককে ০১টি ল্যাপটপ, ০৪টি মোবাইল ও নগদ ৫০০ ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৪০ টাকাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মংলা থানার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ইব্রাহিম সিকদারের ছেলে মোঃ রাজ সিকদার (১৪), রহিদুর এর মেয়ে সোহানা (০৭), ইব্রাহিম সিকদারের মেয়ে ইশা মনি (০৩), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ শামীম আহমেদ (৪০) ও একই থানার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২)।

এর আগে বেলা ২ টার দিকে বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে একই এলাকা হতে ভারতে পাচারের প্রাক্কালে আরো ০৬ বাংলাদেশী নাগরিককে ০৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রুপিসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা থানার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), অনুপম সরকারের ছেলে দেবরাজ সরকার (০৮), একই জেলার পাইকগাছা থানার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার ছেলে শচীন সানা (১৮), টাংগাইল জেলার নাগরপুর থানার সরিষাডাঙ্গী গ্রামের রহিম উদ্দিন মিয়ার মেয়ে রুমি (১৮) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জরিপের চর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)।

তবে মানব পাচারকারী দলের সদস্য শৈলখালী গ্রামের জাহার আলীর ছেলে মো. মামুন (৩২) ও নুর আমিনের ছেলে মোঃ আইজুল (৩৮) পলাতক রয়েছে।

বিজিবির বরাতে আটককৃতরা জানিয়েছে মানব পাচারকারীরা বিভিন্ন সময়ে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভাল চাকুরী দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুরের অধিনায়ক লেঃ কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তাস্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *