পারভেজ হ/ত্যা/কা/রী/দের শা/স্তি/র দাবীতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া’ শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সিটি কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সৈনিক জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে বিশ্ববাসী দেখেছে পারভেজকে কিভাবে হত্যা করা হয়েছে। পারভেজের খুনীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনীরা যতই শক্তিশালী হোক না কেন? কেউ আইনের উর্দ্ধে না। তাদের শাস্তির আওতায় আনতেই হবে। অন্যথায় ছাত্রদল কঠোর কর্মসূচীর দিকে এগিয়ে যাবে।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ, সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা হেদায়েত কবির হৃদয়, রিপন হোসেন, মাহমুদুল ইসলাম, সিয়ামসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।