অপরাধকালিগঞ্জ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুরের উপরে অতর্কিত হামলা

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি! রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে’ শিরোনামের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হাফিজুর রহমানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করে কুদ্দুস ও তার বাহিনী। সোমবার(২০ এপ্রিল) সকালে উপজেলা মোড় সাইদের চায়ের দোকান সংলগ্ন এলাকায় তার উপর এই অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়।

এই বিষয়ে কালিগঞ্জ কালিগঞ্জ থানা ও সেনাক্যাম্পে  সাংবাদিক হাফিজুর রহমান বাদী হয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক হাফিজুর রহমান বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড, সামাজিক বিষয় সহ অন্যান্য বিষয় প্রতিনিয়ত পত্রিকায় প্রকাশ করে থাকেন। গত (১৯ এপ্রিল) কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে সংবাদ প্রকাশ করায় এবং কিশোর গ্যাংয়ের দুইজন সদস্যকে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করিয়া থানায় সোপর্দ করে। উক্ত বিষয়টি নিয়ে পত্রিকায় প্রকাশ করে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠের পূর্ব পার্শ্বে সাইদ হোসেনের চায়ের দোকানের সম্মুখে দাড়াইয়া মোবাইল ফোনে কথা বলা কালীন সময়ে মোটরসাইকেল যোগে এসে উপজেলার বাজার গ্রাম এলাকার মৃত শেখ নেছার উদ্দীন ছেলে শেখ আব্দুল কুদ্দুস, আউরঙ্গজেবের  ছেলে  খোকন  সহ অজ্ঞাতনামা ৩/৪ জন সাংবাদিক হাফিজুরের উপরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা তারা কিল, চড়, ঘুসি মারে এবং পরবর্তীতে নিউজ করলে তাকে জীবনাশের হুমকি প্রদান করে। এ সময় সাংবাদিক হাফিজুর কে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাংবাদিক হাফিজুর রহমান জানান, তিনি সাবেক সেনা কর্মকর্তা/কমান্ডো (১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন/৩ ই-বেঙ্গল রেজিমেন্ট) আমি ১৯৯৭ সালে অবসর গ্রহন করে  সেই থেকে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ কাজ করছেন। তিনি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু বকাটে ভাড়াটিয়া করে প্রকাশ্য দিবালোকে তার উপর এই হামলা চালিয়েছে।

এ ঘটনায় কালিগঞ্জ থানা ও সেনা ক্যাম্পে লিখিত দুটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে কালিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা এই অতর্কিত হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *