সাংবাদিক ইলিয়াসের পিতার মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: দৈনিক যায়যায়দিন এবং খুলনাঞ্চল পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন’র পিতা মো. ইব্রাহিম শেখ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তালা উপশহরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও একমাত্র ছেলে সাংবাদিক ইলিয়াস হোসেনসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। এদিন এশার নামাজের পর তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা নামাজ শেষে শোকাবহ পরিবেশে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। জানাজা নামাজে সাংবাদিক, ঠিকাদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।এদিকে, সাংবাদিক ইলিয়াস হোসেন’র পিতা ইব্রাহিম শেখ’র মৃত্যূতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদুজ্জামান রাজু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, আইন বিষয়ক মোতাহিরুল হক শাহীন, কার্য নির্বাহী কমিটির সদস্য সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, কে এম শাহীনুর রহমান প্রমূখ।