কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দিকিয়া ইয়াতিমখানায় ১১জন কোরআনের পাখি হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল২৫) এশার নামাজের পর হতে মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ও সিদ্দিকিয়া ইয়াতিমখানায় বাৎসরিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিলে এ পাগড়ী পরানো হয়। মাহফিলে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ যুব হিজবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি কুতুবুদ্দিন ও শিক্ষক মাওলানা সালাউদ্দিনের সার্বিক সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মুল্যবান ওয়াজ নসিহত করেন ভারতের ফুরফুরা শরীফের কেবলা রহমাতুল্লাহি আলাইহি এর দৌহিত্র আওলাদে রাসুল, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আজমাত হোসেন (এম ,এম কলিকাতা, ফুরফুরা শরীফ ভারভ।

এ সময়ে তিনি কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের আলো মুসলিম উম্মাহসহ সর্ব মহলের কাছে পৌছে দিতে এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

এ বছরে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসা থেকে ১১জন পবিত্র কোরআন এর হাফেজকে আনুষ্ঠানিক ভাবে পাগড়ি প্রদান করা হয়। যথাক্রমে নতুন হাফেজ হয়েছেন মোঃ জাবের হোসেন, আশাশুনী উপজেলার কুড়িকাহনিয়া, মোঃ মোসাদ্দিক বিল্লাহ কৃষ্ণনগরের কালিকাপুর, মোঃ মুযাক্কির হুসাইন বিষ্ণুপুরের বন্ধকাটি, মোঃ হাবিবুর রহমান কুশুলিয়া বাজারগ্রাম রহিমপুর, মোঃ মারুফ বিল্লাহ লক্ষীনাথপুর, মোঃ আল আমিন কৃষ্ণনগরের রামনগর, মোঃ সোহানুর রহমান মৌতলার কলিযোগা, মোঃ আবু রায়হান, আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া, মোঃ বাইজিদ হোসেন কুশুলিয়া বাজার গ্রাম, মোঃ আখতারুজ্জামান শ্যামনগর জাবাখালি, মোঃ সোহাগ গাজী কৃষ্ণনগর কালিকাপুর প্রমুখ।

পাগড়ি প্রদান অনুষ্ঠানে এ সময় ১১ জন নতুন হাফেজের সাথে সাথে অভিভাবকদের টুপি ও তজবি প্রদান করা হয়। পাগড়ি প্রদান ও দোয়া মাহফিলে শেষে সকলের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গভীর রাত অবধি ওয়াজ মাহফিলে অংশগ্রহন করেণ উপজেলা এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, অভিভাবক ও সূধীবৃন্দসহ শগশত ধর্মপ্রাণ মুসলমান এবং ১’শ ২৫ জন অধ্যয়নরত ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *