অপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের কৃষ্ণনগরে গাজা বিক্রেতা ও ক্রেতাকে জেল ও জরিমানা

মাসুদ পারভেজ/ তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের কৃষ্ণনগরে গ্রাম্যমান আদালতে গাজা বিক্রেতা ও ক্রতাকে জেল ও জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে হোসেন পুর গ্রামে গৌরপদ বিশ্বাসের দোকানে তার ছোট ছেলে সুমন বিশ্বাসের কাছ থেকে গাজা ক্রয় করার সময় কয়েক মুড়া গাজা সহ হাতে নাতে ধরে ফেলে রঘুনাথ পুর গ্রামে মুনছুর শেখের ছেলে শফিকুল ইসলামকে কালিগঞ্জ থানার এস আই কামাল।

কালিগঞ্জ সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসে বিক্রয় দাতা সুমন বিশ্বাসকে এক মাস জেল ও ১০০ টাকা জরিমানা ও ক্রয় দাদা শফিকুল ইসলামকে এক মাস জেল ও ৫০ টাকা জরিমানা করেন।

এ দিকে শফিকুল ইসলাম গাজা কেনার টাকা না থাকায় একুই গ্রামে নজরুল ইসলামের ছাগল চুরি করে সংকরকাটি বিক্রয় করে ১৮০০ টাকা। তার স্বীকারোক্তিতে ছাগল নিয়ে আসা হয় এবং ছাগলের মালিকের কাছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *