কালিগঞ্জ

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 

তাপস কুমার ঘোষ: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননেতা জনাব তারেক রহমানের ঘোষীত ৩১ দফা বাস্তবায়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার মহৎপুর হাটখোলায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাসান আলী সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলী সাঁপুই, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানাত আলী, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রেজাউল ইসলাম, বিষ্ণুপুরের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, সদস্য সচিব আজিজুর রহমান, কৃষ্ণনগর বিনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম গাজী, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, কুশুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক ডাঃ কামরুজ্জামান প্রমুখ।

এসময় কালিগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ অংশগ্রহন করেণ। এসময় বক্তাগন বলেন চব্বিশ এর গনআন্দোলনে দেশ ২য়বার স্বাধীনতার পরে বিএনপির পরিচয়ে অনেক নেতার আবির্ভাব ঘটেছে। যাদের অপতৎপরতা আর দলের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এক্ষুনি তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে বিশ্বাস করি। আজকে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি তারা বিগত হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিলাম বলেই হামলা, মামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছি। আমরা আগামীদিনে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *