অপরাধআইন আদালতকলারোয়াজাতীয়লিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকার ভারতীয় পন্য আটক

গাজী হাবিব: সাতক্ষীরা সদরের লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত হতে অবৈধভাবে আনা উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৬ এপ্রিল) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি এসব মালামাল জব্দ করেন। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালকসহ চোরকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬।

পরে ট্রাক থেকে ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ২শ ৬১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৩৫ লাখ ৯৬ হাজার ৪শত টাকা মূল্যের ৮ হাজার ৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়, ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১০০ কেজি পোস্তদানা, ২৪ লাখ টাকা মূ্ল্যের ৮০০ কেজি জিপসাম পাউডার, ১ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করে। জব্দকৃত ট্রাকসহ অন্যা্ন্য মামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে বিজিবি জানান।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও পরবর্তী আইনগন ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *