কালিগঞ্জের রতনপুরে গরুর হাট উদ্বোধনের দিনেই বিকিকিনিতে ব্যাপক সাড়া
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর গরুরহাটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২টা হতে ঐতিহ্যবাহী রতনপুর গরুরহাটের বিকিকিনি শুরু হয়ে চলে সন্ধ্যাবধী।
জানা গেছে, এবারই প্রথমবারে সোমবার গরুরহাট উদ্বোধন করা হয়েছে। ইতিপূর্বে শুধুমাত্র শুক্রবারে গরুরহাট হতো। গরুর ব্যাপারী নুরালী হাজী, আব্দুস সামাদ (যশোর), ইসলাম আলী (শার্শা), আব্দুল ওয়াহাব (কলারোয়া), আব্দুল আজিজ (নুরনগর), আজিজুল ইসলাম গাজী (এমএমপুর), আশরাফ হোসেন (উকশা), মহাতাব উদ্দীন (রতনপুর)সহ প্রায় অর্ধশত ব্যাপারী উদ্বোধনীর দিনে গরু ক্রয় বিক্রয় করেণ।
হাটের ইজারাদার কাজী আফছারুল ইসলাম জানান, হাটের উদ্বোধনীর দিনে ৭২টি গরু বিক্রযের পাশ কেটেছি। যেহেতু বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে প্রথমবারের মতো সোমবারে হাটের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনেই বেশ সাড়া পেয়েছি, আশা করছি রতনপুর গরুর হাটের হারানো ঐতিহ্য ফিরে আসবে।
উদ্বোধনে উপস্থিত ছিলেন রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শতাধিক ব্যাপারী ও শতশত মানুষ উপস্থিত ছিলেন।