তালা

ফিলিস্তিনে আ*গ্রা*স*নের বি*রু*দ্ধে তালায় বি*ক্ষো*ভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি, তালা: ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর অন্যায় আগ্রাসন ও একর পর এক মুসলিম নিধনের প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আলেম উলামা ও সচেতন মুসলিম সমাজের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালা বাজারের তিন তার মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলনা তাওহীদুর রহমান, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজামান মিঠু, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাষ্টার শেখ ফরিদউদ্দীন আহমেদ, মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলাম হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা আমেরিকার ইন্ধনে মধ্যপ্রাচ্যের জারজ রাষ্ট্র ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের হত্যা ও তাদের আবাসন ধ্বংসের প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *