তালা

ঈদের ছুটিতেও তালায় পরিবার পরিকল্পনার জরুরি সেবা প্রদান

স্টাফ রিপোর্টার: এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির কোন প্রভাব যাতে না পড়ে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। বিশেষ করে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার চিত্র ছিলো চোখে পড়ার মতো।

ঈদের ছুটির মধ্যে ২১ জন মহিলা তিন মাস মেয়াদী জন্মবিরতিকরণ ইনজেকশন সেবা গ্রহণ করেন। এছাড়া, খাবার বড়ি গ্রহণ করেন ৬ জন এবং দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি আইইউডি নেন ১ জন। এসময় কেন্দ্রটিতে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হয় ০১ জনকে। পাশাপাশি, ২৫ জন সাধারণ রোগী এবং ১০ জন শিশু প্রযোজ্য সেবা গ্রহণ করেন।

ধানদিয়া ইউনিয়নের পাশাপাশি তালার অন্যান্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে ছুটিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এসময় উপজেলার বিভিন্ন সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় ৬ জনকে। এছাড়া, গর্ভবতী সেবা ৪৯ জন, প্রসবোত্তর সেবা ৮ জন, শিশু স্বাস্থ্য সেবা ৫৫ জন, আইইউডি সেবা ৩ জন এবং সাধারণ রোগীর সেবা ১৩৪ জনকে প্রদান করা হয়।

ঈদের চতুর্থ দিনে ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব কামাল হোসেন। পরিদর্শনকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীথিকা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *