সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা ৫৫০) সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা ৫৫০) নিজস্ব কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি জাকির হোসেন টিটু।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ সাংগাঠনিক সম্পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির স্বপন, সদস্য হোসেন আলী, সাহেব আলী, আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, ইউনিয়ন সচিব নিরঞ্জন মন্ডল সুমন, অফিস সহকারী শাহিন হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেক সদস্যকে সেমাই, চিনি, কিসমিসসহ ৭ প্রকার সামগ্রী দেয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতা থাকলেও এবছর শ্রমিকরা এ ঈদ উপহার পেয়ে সবাই খুশি। কবির, সাত্তার, মুকুল সহ আরো অনেকে জানান, এবছর কাজ বেশি না হলেও এই সেমাই চিনি বউ বাচ্চাদের মুখে এটুকু তুলে দিতে পেরে আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *