সাতক্ষীরা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
গাজী হাবিব: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে ২৭ রমজান উপলক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোহা. মোস্তাক আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলাসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
ইফতারের পূর্বে বাংলাদেশ পুলিশসহ দেশের সার্বিক সমৃদ্ধি ও সকল শ্রেণীর মানুষের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন বিপিএম পিপিএম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (এডমিন), আরআই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।