যশোরশার্শা

ঝিকরগাছা থেকে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হাসানূল কবীর: যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনাকারী ও বিদেশে অর্থপাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টায় ঝিকরগাছা থানাধীন হাজের আলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাজমুল ওয়াহীদ (৩৪), মোঃ নাজমুল শাহাদাত (৩০), মোঃ মাহাবুবুর রহমান (৩২), মোঃ আসাদুল ইসলাম (২২), মোঃ জাহিদ হাসান (২২) ও মোঃ তারেক রহমান (২২)।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রেস রিলিজে জানান, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পেট্রোলিং করে ঝিকরগাছা থানা এলাকায় একটি অনলাইন জুয়া চক্রের তথ্য পাই। এবং ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনায় এসআই(নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম গতকাল ২৭ মার্চ রাত ৯টায় ঝিকরগাছা থানাধীন হাজের আলী গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত উক্ত ৬ জন আসামীকে আলামত সহ গ্ৰেফতার করে। এবং তাদেরকে মোবাইল ও ল্যাপটপে অনলাইন জুয়ার একাউন্ট লগইন অবস্থায় পাই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি অফিসে গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউব চ্যানেলের কার্যক্রমের আড়ালে 1XBet, Melbet, Linebet এর এজেন্ট নিয়ে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছে। তারা অন্যের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ সিম দিয়ে বিগত এক বছর অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইন্সটাগ্রাম ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জুয়ার প্রচারণা চালাতো। অনলাইন জুয়ার সমস্ত টাকা বেনামী বিকাশ একাউন্ট গুলোর মাধ্যমে সংগ্রহ করত এবং সেই টাকা ডলারে কনভার্ট করে Binance এবং Swap.Paykassma এর মাধ্যমে ভারত ও রাশিয়ায় পাচার করে। অনলাইন জুয়ায় তারা প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা লেনদেন করত। মূলত আসামী নাজমুল ওয়াহীদ ও তার ভাই নাজমুল শাহাদাত এই অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত করতো। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল, ২টি ট্যাব, ৫টি ল্যাপটপ, ৩০টি মোবাইল সিম, ৩টি হার্ডডিস্ক ও বিকাশ এজেন্ট ব্যালান্সে থাকা ২,৬৩,০০০ টাকা জব্দ করা হয়। এবিষয়ে ঝিকরগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *