অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিপুল পরিমান মাদবসহ ১ আসামী ও প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব: মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি। ২০ মার্চ হতে ২৬ মার্চ’২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি ও বাকাল চেকপোষ্ট এবং ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্যসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ১০৫০ পিস ভারতীয় নেশা জাতীয় অনাগ্রা ট্যাবলেট আটক করে।

আরো জানানো হয় গত ২০ মার্চ ২০২৫ হতে ২৬ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ২০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের মোটর সাইকেল, ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পলিব্যাগ এবং ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্যাসিনো গেমস গুটি ও ১ লাখ ২ হাজার টাকার ভারতীয় রেনু পোনাসহ অন্যান্য মালামাল আটক করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

তিনি আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত এসব ভারতীয় মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। এবং আটককৃত মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *