শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট মিলনায়তনে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জিএম আজিজুর রহমান।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকাশিঅকস সভাপতি আরিফুর রহমান, বাপশিস সভাপতি ও ইন্সট্রাক্টর সাইদুজ্জামান লিটন, বাপশিপ সাধারণ সম্পাদক ও চিফ ইন্সট্রাক্টর ছিদ্দিক আলী, চিফ ইন্সট্রাকটর মাছুম বিল্লাহ, চিফ ইন্সট্রাক্টর আরএসি কল্লোল রায় প্রমুখ।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *