তালায় স্বাধীনতা দিবস পালিত
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মফিদুল্লাহ , উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলার কর্মকর্তাবৃন্দ সিনিয়র সাংবাদিক এমএ হাকিম প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।