সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা
গাজী হাবিব: সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ গ্রহণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরায় প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল কেন্দ্রসচিব, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এ ছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব আহমাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি আখতারুজ্জামান প্রমুখ।