শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগরে চিংড়িখালি মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস কর্তৃক ইন্দ্রজিৎ আউলিয়াকে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এর সামনে সনাতনী সংগঠনের আয়োজনে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক রনজিত দেবনাথ, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়দেব বিশ্বাস শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত থেকে ইন্দ্রজিৎ আউলিয়াট নিকট থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া এবং পুনারায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির করা ন্যাক্কার জনক ঘটনা। ইন্দ্রজিতের নায্য টাকা ফেরত সহ তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, মহাদেব চন্দ্র মন্ডল, রামরঞ্জন বিশ্বাস, করুনা রানী মন্ডল, চন্দনা রানী মন্ডল, দেবকী রানী মন্ডল, সুচমিতা রানী মন্ডল, মাধবি রানী মন্ডল সহ গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *