তালায় ভূমিজ ফাউন্ডেশনের হাব’র ত্রৈমাসিক সভা ও কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালায় সিএসও পরিচালক ও প্রতিনিধি নিয়ে ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । একই সাথে হাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাবের চেয়ারম্যান আনিছুর রহমান। ভূমিজ ফাউন্ডেশনের ডিস্টিক কোঅডিনেটর অঞ্জন কুমারদে এর পরিচালনায় বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, হাবের ভাইস চেয়ারম্যান স্বরসতি দাস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র মুন্ডা, যুব সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক সোমা সরকার, সাংস্কৃতিক সম্পাদক লক্ষী সরকার, নির্বাহী সদস্য সাংবাদিক সেলিম হায়দার। আলোচনার মাধ্যমে হাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।