অনলাইনঅপরাধখুলনা

খুলনায় অ*স্ত্র ও গু*লি*সহ স*ন্ত্রা*সী আ*টক

নাজমুল আলম মুন্না: খুলনা নগরীর খালিশপুর থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হাসান হাওলাদার নামের এক পেশাদার অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।‌ শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।

শ‌নিবার কেএম‌পি সদর দপ্ত‌রে আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেলনে ডেপু‌টি পু‌লিশ ক‌মিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান ব‌লেন, ঈদুল ফিতরের উৎসব নিরাপদ প‌রিবেশে উৎযাপ‌ন ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অস্ত্রধারী, সন্ত্রাসী, গ্রেপ্তা‌র এবং ঈদ উদযাপন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে পু‌লিশ, অ‌ভিযান অব‌্যাহত রে‌খে‌ছে। ঈদ‌কে সাম‌নে রে‌খে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন‌্য পু‌লিশের তৎপরতা বৃ‌দ্ধি করা হয়েছে ।

এরই ধারাবা‌হিকতায় পু‌লি‌শের এক‌টি দল নগরীর খা‌লিশপুর থানাধীন গোয়ালখালী মেইন‌ রোডের এক‌টি টিনশেডের বা‌ড়িতে অ‌ভিযান চা‌লি‌য়ে সন্ত্রাসী হাসান হাওলাদার‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এ সম‌য়ে তার কাছ থে‌কে ৪ রাউন্ড গু‌লি ভ‌র্তি এক‌টি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্ত‌লের গু‌লি এবং ১১ রাউন্ড শর্টগা‌নের গু‌লি উদ্ধার করা হয়। এ ঘটনায় খা‌লিশপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রস্তু‌তি চল‌ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *