কালিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান
কালিগঞ্জ ব্যুরো: ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জের নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
নলতা মধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অফিস বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন।
ছাত্রশিবির নেতা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শূবা ও কর্ম পরিষদ সদস্য জেলা তালিমুল কুরআন এর পরিচালক কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা বায়তুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসেন, কালিগঞ্জ উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন প্রমুখ।
এ সময় সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা, সাংবাদিক মামুন বিল্লাহ, ওহিদুজ্জামান, হারুন আর রশিদ, শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারী নাহিদ হোসেন, মোসাদ্দেক বিল্লাহ, জামায়াত নেতা মুজিবুর রহমান, সাইফুল ইসলামসহ নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।